আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গের চা বাগানগুলির শ্রমিকদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন একাধিক সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ডুয়ার্স ও উত্তরবঙ্গের মোট ১৪টি চা বাগানে এই নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১০টি শয্যা থাকবে, সঙ্গে থাকবেন একজন চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স। এর মধ্যে আলিপুরদুয়ার জেলার ৬টি, জলপাইগুড়িতে ৭টি এবং তরাই অঞ্চলে একটি কেন্দ্র চালু হয়েছে। সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে এই প্রকল্পের লক্ষ্য—চা বাগানের শ্রমিকদের দ্রুত ও সুলভ চিকিৎসা পরিষেবা দেওয়া। বহু বাগানে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে আরও ৪৫টি চা বাগানে এই ধরনের স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে।