আমুদরিয়া নিউজ: ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে। পুজো পরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। ২০২২ সাল ও ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরাও এই নিয়োগে সুযোগ পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। সকল চাকরি প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।” আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া শুরু হবে, তা শীঘ্রই জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর।
