আমুদরিয়া নিউজ: ধর্মীয় উৎসবের ভিড়ে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত ২০। দক্ষিণ আমেরিকার মেক্সিকোর ঘটনা। পুলিশ সূত্রে খবর, বুধবার মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াটো শহরে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ের মধ্যে এক যুবক আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ১২ জন। আহত হয়েছেন ২০ জন। আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘিরে ফেলে গোটা এলাকা। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেয়। বন্দুকবাজের খোঁজে চলছে তল্লাশি।
