আমুদরিয়া নিউজ : ক্যাথলিক স্কুলে থেকে অপহৃত ছাত্রছাত্রীদের মধ্যে ১০০ জনকে নাইজেরিয়া পুলিশ উদ্ধার করেছে। রাষ্ট্রসঙ্ঘের একটি সূত্র এ এফ পি সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। তাদের নাইজেরিয়ার রাজধানী আবুজায় আনা হয়েছে।আজ তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। গত ২১ নভেম্বর একটি স্কুল থেকে ৩০৩ পড়ুয়া ও ১২ শিক্ষককে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠী। তার মধ্যে ৫০ জন শিক্ষার্থী পালিয়ে বাড়ি ফেরে। ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১৫৩ পড়ুয়া ও ১২ জন শিক্ষক এখনও বন্দি।