আমুদরিয়া নিউজ : নাইজেরিয়ায় অপহরণের শিকার এবার নববধূ ও তাঁর সঙ্গী ২শিশু সহ ১০ তরুণী। রবিবার মাঝরাতের ঘটনা। সশস্ত্র হামলাকারীরা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের ঘটনা। গ্রামের নাম চাচো। সেখানে বিয়ের পরে নববধূ এলাকার রীতি মেনে ১০ তরুণীর সঙ্গে রাত কাটাচ্ছিলেন। তার পরেই বরের সঙ্গে বসবাস শুরু হওয়ার নিয়ম রয়েছে। সঙ্গে ২টি শিশুও ছিল। কিন্তু, রাতেই হামলাকারীরা ১৩ জনকে অপহরণ করে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। কারণ, ম নাইজেরিয়ায় সশস্ত্র হামলাকারীরা লাগাতার অপহরণ চালাচ্ছে। গত দু সপ্তাহে ২০০ জনের বেশি ছাত্রীকে অপহরণ করা হয়েছে।