আমুদরিয়া নিউজ : শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে ১০ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। সোমবার ডেলফ্ট দ্বীপের কাছাকাছি উত্তর সাগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ভারতীয় ট্রলারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে নৌবাহিনীর তরফে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আটক মৎস্যজীবী ও ট্রলারটি জাফনার মাইলিড্ডি এলাকার মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানেই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সামুদ্রিক সীমানাকে কেন্দ্র করে এর আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে।