আমুদরিয়া নিউজ: বিস্ফোরণে উড়ল তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানার ছাদ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জন শ্রমিকের। আহত হয়েছেন ১৫ জন। সোমবার সকালে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। এমনকী বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তেলঙ্গানার ওই কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রি তৈরি হত। পুলিশ জানিয়েছে, কীভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।