আমুদরিয়া নিউজ: দিল্লির আনন্দ বিহারের একটি হাসপাতালে বিধ্বংসী আগুন। দুর্ঘটনায় এক হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার দুপুরে ওই হাসপাতাল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হাসপাতালের কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালের জানলার কাচ ভেঙে অনেক রোগীকে বাইরে বার করতে হয়। দমকলের আটটি ইঞ্জিন শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।