আমুদরিয়া নিউজ: জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাঁর ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী। তার দাবি, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্তই জুবিনকে ‘বিষ’ দিয়ে হত্যা করেছেন এবং দুর্ঘটনা বলে সাজিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। জেরায় শেখরজ্যোতি দাবি করেন, সিদ্ধার্থ শর্মার অনেক আচরণই সন্দেহজনক ছিল। ঘটনার দিন ইয়টে বেড়াতে গিয়ে শর্মা জোর করে বোটের নিয়ন্ত্রণ নেন, ফলে মাঝসমুদ্রে বোটটি টালমাটাল অবস্থা হয়েছিল। শুধু তাই নয়, জলের মধ্যে জুবিনের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন সিদ্ধার্থ নাকি চিৎকার করে বলেছিলেন ওকে ছেড়ে দাও। শেখর জ্যোতির আরও অভিযোগ, সিদ্ধার্থ মুখ থেকে ফেনা বের হওয়ার মতো গুরুতর লক্ষণ দেখেও তড়িঘড়ি চিকিৎসার জন্য না নিয়ে কেবল ‘অ্যাসিড রিফ্লাক্স’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তাঁর এও দাবি, জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন, এমনকী তিনিই তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ফলে তাঁর ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না।