আমুদরিয়া নিউজ : প্রেসারের ওষুধ খেতে গিয়ে গলায় আটকে কয়েক ঘণ্টা আতঙ্কে কাটিয়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমন। সোমবার নিজের ইনস্টাগ্রামে সেই ভয়ঙ্কর, বেদনাদায়ক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তাতে লিখেছেন, তিনি কয়েকটি পোষ্য নিয়ে একাই থাকেন। সোমবার একটি শুটিংয়ের কাজ সেরে বাড়ি ফিরে রাতে শোওয়ার আগে ওষুধ খেতে গিয়ে সেটি গলায় আটকে যায়। জল দিয়েও তা নামাতে পারছিলেন না। শেষে একজনকে ডাকেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তিনি গিয়ে কিছুক্ষণ ধৈর্য ধরে চেষ্টা করতে বলেন। তার পরে গরম জল খেয়ে শেষ পর্যন্ত ওষুধটি গলে ভেতরে যায়।
এই ঘটনার বর্ণনা দিয়ে জিনাত আমন লিখেছেন, যদি আপনি একা থাকেন, তা হলে এমন ঘটলে ধৈর্য রেখে, মাথা ঠাণ্ডা করে কাজ করতে হবে সেটাই আবার বুঝলাম।
 
					 
			 
		 
		 
		 
		