আমুদরিয়া নিউজ: লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে আর থাকছেন না জাহির খান। বৃহস্পতিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে প্রাক্তন ভারতীয় পেসারকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ আইপিএলে ব্যর্থ হওয়ার পরে মেন্টর হিসাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসারকে মেন্টর পদে দলে নেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু একবছরের মধ্যেই মোহভঙ্গ হল এলএসজি ম্যানেজমেন্টের। প্রসঙ্গত, মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও ছিল জাহিরের উপর। কিন্তু এবার যে তাঁকে ছেঁটে ফেলা হতে পারে সেরকম ইঙ্গিত ছিলই। মাসখানেক আগে শোনা গিয়েছিল, এলএসজি কর্তৃপক্ষ জাহিরের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছে না। আগামী আইপিএলে জাহিরকে কোন দলের সাজঘরে দেখা যাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।