আমুদরিয়া নিউজ: সম্প্রতি ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জেনারেল সাহির শামশাদকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন ইউনুস। সেই মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। যা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। রবিবার ইউনূস তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে ওই বৈঠকের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি পাক জেনারেলকে ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ নামের একটি বই উপহার দিচ্ছেন। সেই বইয়ের প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে। সেখানে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ছবিটি প্রকাশের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যদিও, ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই বিতর্কের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।