আমুদরিয়া নিউজ : সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মূত্র ত্যাগ করার একটি ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, এক তরুণ লিফটে করে জলের ড্রাম নিয়ে এলেন। জল তিনি সাপ্লাই দেওয়ার জন্য এনেছিলেন। জল যথা জায়গায় দিয়ে তিনি আবার ঢুকে গেলেন লিফটে। এরপর তিনি সবচেয়ে উপরের ফ্লোরের বোতাম টিপে দিলেন। তারপর হঠাৎই প্যান্ট খুলে মূত্র ত্যাগ করতে লাগলেন। একসময় লিফটের দরজা খুলেও যায়। তবে কেউ ছিল না। তাই দেখতে পায়নি কেউ। ওই তরুণের মূত্র ত্যাগ তখনও শেষ হয়নি। লিফটে খোলার পর তিনি আবার অন্য একটি ফ্লোরের বোতাম টিপে দিলেন। এরপর লিফট গিয়ে থামল সেই ফ্লোরে। তরুণ কোনও রকম বিকার ছাড়াই বেরিয়ে গেলেন।
