আমুদরিয়া নিউজ: খুনের মামলায় অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে একসপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। কুস্তিগির সাগর ধনখড় খুনে যোগ থাকার অভিযোগ রয়েছে সুশীলের বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে ঝামেলার জেরে ২০২১-এর ৪ মে দিল্লির ছত্রশল স্টেডিয়ামের পার্কিং লটে খুন করা হয় সাগরকে। সেই ঘটনায় সুশীল-সহ আরও দু’জন অভিযুক্ত। এর পর সুশীল পালিয়ে যান। ১৮ দিন ধরে পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর থেকে প্রায় সাড়ে তিন বছর জেলেই কেটেছে সুশীলের। গত ৪ মার্চ দিল্লি হাই কোর্ট সুশীলকে জামিন দিয়েছিল। তবে বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ সেই সিদ্ধান্ত বাতিল করেছে। বিচারপতি করোল জানিয়েছেন, সুশীলের জামিনের বিরোধিতা করে আবেদন করেছিলেন নিহত কুস্তিগির সাগরের বাবা। সেই আবেদন অনুমোদন করা হয়েছে।