আমুদরিয়া নিউজ: ৯২ বছর বয়সে অষ্টমবারের জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পল বিয়া। সেইসঙ্গে প্রবীণ রাষ্ট্রপ্রধান হিসেবে গড়লেন বিশ্বরেকর্ড। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক পরিষদ। যেখানে দেখা গিয়েছে, ৫৩.৬৬ শতাংশ ভোট পেয়ে অষ্টমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৮২ সালে প্রথমবার ক্যামেরুনের প্রেসিডেন্ট হয়েছিলেন পল বিয়া। সেই থেকে গত ৪৩ বছর ধরে টানা প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি।