আমুদরিয়া নিউজ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, বিশ্বজুড়ে সামরিক ব্যয় দ্রুত বাড়লেও বৈশ্বিক স্বাস্থ্যখাতে বিনিয়োগ উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। এক বিবৃতিতে তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান, যুদ্ধ ও অস্ত্রের পরিবর্তে মানুষের জীবন রক্ষায় অর্থ ব্যয় করতে। তার মতে, শান্তিই হলো সর্বোত্তম চিকিৎসা। ড. টেড্রোস জানান, ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয় রেকর্ড ২.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অথচ বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে অর্থায়ন ক্রমেই হ্রাস পাচ্ছে। তিনি বলেন, ১৫০টি দেশে কাজ করা ডব্লিউএইচওর জন্য দুই বছরে ৪.২ বিলিয়ন ডলার বা বছরে ২.১ বিলিয়ন ডলার অত্যন্ত সীমিত বাজেট। এই অর্থ বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের মাত্র আট ঘণ্টার সমান। এই মন্তব্যের মধ্যেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের জন্য সামরিক বাজেট ১ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১.৫ ট্রিলিয়ন ডলার করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, এতে আমেরিকার নিরাপত্তা আরও জোরদার হবে।