আমুদরিয়া নিউজ : গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ধীমান রায়, বাড়ি তেলিপাড়া গ্রামে। জানা গেছে ধীমান রায় নদী খাদান থেকে বালি পাথর তোলা ও সেগুলি ট্রাকে বোঝাই করার কাজ করতো। সোমবার গভীর রাতে সে রায়ডাক নদীর বালি পাথর খাদানে কাজ করার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বেরোয়।
রাস্তায় একটি ছোট গাড়ি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় ধীমান ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ধীমানকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটি আটক করে। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধীমানের মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম