আমুদরিয়া নিউজঃ প্রায় তিন মাস হতে চলেছে পশ্চিম বঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন অপরাজিতা বিল পাশ করেছে রাজ্যের তৃণমূল সরকার। ওই বিল কার্যকর করতে কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। অপরাজিতা বিলের সমর্থনে এবং ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের দাবিতে এবার পথে নামল তৃণমূল কর্মীরা। শনিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এই দাবিকে সামনে রেখে ধরনা মিছিল করা হয়। ফালাকাটা রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা এদিন মিছিল করে এবং অবস্থান বিক্ষোভ করেন।
এই মিছিলে ফালাকাটার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সহ অনেক মহিলা কর্মী যোগ দিয়েছিলেন। এদিনের মিছিল থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল কর্মীরা। এই বিল প্রণয়ন করতে কেন্দ্র সরকার বিলম্ব করছে বলে অভিযোগ তুলে মিছিলে সরব হয় কর্মীরা।