আমুদরিয়া নিউজ: কলকাতা হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা মহিলার! এনিয়ে মঙ্গলবার হইচই পড়ে যায় আদালত চত্বরে। যদিও পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো যায় এদিন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে আচমকাই তিন মহিলা হাই কোর্টের গেটের সামনে চলে আসেন। নিমেষের মধ্যে ওই তিন মহিলার মধ্যে একজন নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। ঠিক সেই সময়েই তাঁদের ধরে ফেলা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিন মহিলার নাম পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাঁপুই এবং বন্দনা নস্কর। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ওই মহিলাদের সঙ্গে কেরোসিন তেল ছিল। হাই কোর্টের গেটের সামনে পৌঁছে ওই তিন জনের মধ্যে পূর্ণিমা নিজের গায়ে কেরোসিন ঢেলে দেন। সেই অবস্থাতেই তিন জনকে তড়িঘড়ি ধরে ফেলে পুলিশ। হাই কোর্ট চত্বর থেকেই তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তাঁরা? জানা যাচ্ছে সমবায় সমিতির সদস্যপদ থেকে নাম বাদ গিয়েছে তাঁদের। এ নিয়ে হাই কোর্টে মামলা করেন তাঁরা। আদালতের নির্দেশের পরেও সুবিচার পাননি বলে অভিযোগ তুলে এ দিন এই ঘটনা ঘটান।
