আমুদরিয়া নিউজ: নয় বছর পর আই পি এলের ফাইনালে বিরাট কোহলির আরসিবি। ৩ জুন মঙ্গলবার ফাইনাল আমেদাবাদে। আরসিবি ভক্তরাও এবার মরিয়া। চাইছেন প্রিয় দল ট্রফি জিতুক। বৃহস্পতিবার মুল্লানপুরে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে প্রচুর সংখ্যায় উপস্থিত ছিল আরসিবি ভক্তরা। দর্শকাসনে থাকা এক মহিলার হাতের প্ল্যাকার্ড সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। তাতে লেখা ছিল, ‘আরসিবি ফাইনাল না জিতলে স্বামীকে ডিভোর্স দেব।’ ক্যামেরায় দেখা গেছে ওই মহিলার পরনে ছিল শাড়ি। হাতে ছিল হলুদ রংয়ের প্ল্যাকার্ড। এই পোস্টারটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এই পোস্টার দেখে মজার মজার ইমোজি, কমেন্টও করেছেন। এই নিয়ে চতুর্থবার ফাইনালে উঠল আরসিবি। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনালে উঠে হেরে যেতে হয়েছে তাদের।