আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী সুনীতা (২৩)। গত শনিবার বালাঘাটে মধ্যপ্রদেশ পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘হক ফোর্স’-এর কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র শীর্ষস্থানীয় নেত্রী সুনীতা। পুলিশ সূত্রে খবর, বালাঘাট-সহ একাধিক জেলায় সংগঠন শক্তিশালী করার দায়িত্বে ছিল সুনীতা। একইসঙ্গে সে মাওবাদী গোষ্ঠী পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র একজন কমান্ডারও ছিল। ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ পুলিশ যৌথভাবে সুনীতার মাথার দাম রেখেছিল ১৪ লক্ষ টাকা। জানা গিয়েছে, সরকারি নীতি মেনেই পুনর্বাসন সংক্রান্ত সুযোগ-সুবিধা দেওয়া দেওয়া হবে সুনীতাকে।