আমুদরিয়া নিউজ: নেকড়ের হামলায় আতঙ্ক বাড়ছে উত্তরপ্রদেশের বহরাইচ জেলার জঙ্গল সংলগ্ন একাধিক গ্রামে। ৪৮ ঘণ্টায় সেখানে দু’জনের মৃত্যু হল নেকড়ের হামলায়! শুক্রবার দুপুরে বাউন্দি থানা এলাকার ভাউরি বাহরওয়া গ্রামে একটি তিন মাসের শিশুকে নেকড়ে তুলে নিয়ে যায়। নেকড়েটিকে তাড়া করেও ধরা যায়নি। পরে শিশুটির দেহাংশ উদ্ধার হয় খেত থেকে। অন্যদিকে বৃহস্পতিবার কাইজ়ারগঞ্জে সাত বছরের এক শিশুকে নেকড়ে টেনে নিয়ে যায়। আট কিলোমিটার দূরে ওই শিশুটির দেহ উদ্ধার হয়। বন দপ্তর নিশ্চিত করেছে, হামলা চালাচ্ছে নেকড়েই। মিলেছে পায়ের ছাপ। নজরদারি চালানো হচ্ছে ড্রোন উড়িয়ে। গ্রামগুলিতে পাহারা বাড়ানো হয়েছে।
