আমুদরিয়া নিউজ : আর জি কর মেডিকেলে তরুণী চিকিসককে খুন-ধর্ষণের মামলায় সুবিচারের দাবিতে লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করে আরও বড় আন্দোলনের হুমকি দেওয়া হল। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ডাক্তাররা আন্দোলন তুলে নেন। সঙ্গে সঙ্গেই ঘোষণা করেন, ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার তাঁদের ১০ দফা দাবি মেনে না নিলে তাঁরা আমরণ অনশনে নামবেন।
আন্দোলনকারীরা একটি বড় দেওয়াল ঘড়ি এনেছিলেন। সেটি সামনে রেখে তাঁরা ঘোষণা করেন, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকে প্রতিটি ঘণ্টা-মিনবিট-সেকেন্ডের হিসেব রাখা হবে। সময়সীমার মধ্যে দাবি মানা না হলেই আমরণ অনশন শুরু হবে বলে তাঁরা জানান।