আমুদরিয়া নিউজ: দাবানলে জ্বলছে তুরস্ক। গত মঙ্গলবার থেকে সেদেশের এসকিসেহির প্রদেশের সেয়িৎগাজি জেলায় কাছে যে আগুন লেগেছিল, তা ইতিমধ্যেই পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েছে। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। তাঁদের পাঁচ জন বন দপ্তরের ও পাঁচ জন উদ্ধারকারী দলের সদস্য। আহত আরও ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার থেকে প্রবল গরমে নাভিশ্বাস উঠেছে তুরস্কের বাসিন্দাদের। তুরস্ক জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে সাকারিয়া, বিলেসিক, ইজমির, কারাবুক এবং মানিসা এলাকায় দাবানলের তীব্রতা অত্যাধিক। এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ। তিনি এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
