আমুদরিয়া নিউজ : পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তাঁর স্ত্রী রজনী সাউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান। রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে তাঁকে আটক করে পাকিস্তানি সেনা। বিএসএফের ডিজি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানান, পূর্ণম সুস্থ আছেন এবং তাঁকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক স্তরে প্রচেষ্টা চলছে। রজনী সাউ বর্তমানে গর্ভবতী এবং স্বামীর মুক্তির জন্য চণ্ডীগড় ও পাঠানকোটে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা।