আমুদরিয়া নিউজ: ‘জেল থেকে সরকার চালানো চলবে না।’ শুক্রবার বিহারের গয়ায় জনসভা থেকে ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, “যদি কোনও সরকারি কর্মচারী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তাঁর চাকরি চলে যায়। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী জেলে বসে সরকার চালাতে পারেন। এটা কীভাবে সম্ভব?” মোদী আরও বলেন, আরও বলেন, আমরা দেখেছি যে, একজন মুখ্যমন্ত্রী জেলের গারদের ভিতর বসে সরকারি ফাইলে সই করছেন। এটা যদি কোনও নেতার মনোভঙ্গি হয়, তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কীভাবে চলবে? বুধবার সংসদে ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাতে বলা হয়, কোনও গুরুত্বর অপরাধে যদি কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রীকে ৩০ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তা হলে ঠিক ৩১ দিনের মাথায় ওই মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে তাঁর পদ থেকে সরে যেতে হবে। বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য চলে গিয়েছে।
