আমুদরিয়া নিউজ : আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের আইনজীবীদের শীর্ষ সংগঠন বার কাউন্সিলরের ভোট হবে। সে জন্য ভোটার তালিকায় প্রকাশ করেছে বার কাউন্সিল। তাতে প্রায় ১৬ হাজারের বেশি আইনজীবীর নাম নেই বলে অভিযোগ উঠেছে। বার কাউন্সিলের একটি সূত্র বলছে, যাঁরা কোর্টে গিয়ে প্র্যাকটিস করেন না তাঁদের অনেকের নাম বাদ গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইজীবী। তাঁর আইনের ডিগ্রি রয়েছে। তাঁর নাম বার কাউন্সিলের ভোটার তালিকায় থাকার কথা বলে অনেকে মনে করেন। কিন্তু, মুখ্যমন্ত্রী সহ অনেকেরই নাম নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে মামলাও হয়েছে।