আমুদরিয়া নিউজ : গত জুন মাসে আমদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমানটি ওড়ার তিন সেকেন্ড পরেই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো বন্ধ হয়ে যায়। ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ককপিট ভয়েস রেকর্ডারে সোনা গিয়েছে, একজন পাইলট বলছেন, জ্বালানি বন্ধ করলে কেন! উত্তরে আরেকজনকে বলতে শোনা যাচ্ছে, আমি তো জ্বালানি বন্ধ করিনি। এর পরে মে ডে সংকেত শোনা যায়। কিন্তু, কেন মে ডে সংকেত দেওয়া হচ্ছে সেই প্রশ্ন ওয়ার ট্রাফিক কনট্রোল থেকে করলে জবাব মেলেনি। ওই রিপোর্টে কোন পাইলট জ্বালানি বন্ধের প্রশ্ন তোলেন, কে উত্তর দেন তা এখনও স্পষ্ট করা হয়নি।
সংবাদ সংস্থা আমেরিকার একজন বিমান বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্সকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি পাইলটের পক্ষে ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয়। তিনি এটাও স্পষ্ট করেছেন যে, একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায়, তেমন নয়।
Leave a Comment