১/৭ শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজ। কে এই প্রেমানন্দজী মহারাজ, জেনে নিন।
২/৭ মাত্র ১৩ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। তিনি প্রথমে বারাণসীতে গঙ্গার তীরে সাধনা করেন। পরে বৃন্দাবনে যান। সেখানে তিনি পূজ্য শ্রী হিত গৌরাঙ্গী শরণজী মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর তিনি সেখানে সাহচরী ভাব ও নিত্য বিহার রসের দীক্ষালাভ করেন।
৩/৭ শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজের আসল নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে। প্রেমানন্দ মহারাজ বর্তমানে একজন বিশিষ্ট হিন্দু সাধু এবং ভক্তিগুরু। তিনি রাধা-বল্লভ সম্প্রদায়ের অন্তর্গত। বর্তমানে তিনি বৃন্দাবনে বসবাস করেন।
৪/৭ তিনি ‘ব্রহ্মচর্য’, ‘একান্তিক বার্তালাপ’, ‘হিত সদগুরু দেব কে বচনামৃত’ ইত্যাদি বই রচনা করেছেন। এগুলি ভক্তিমূলক সাধনা ও আধ্যাত্মিক জীবনের উপর আলোকপাত করে। তার উপদেশ ও কীর্তনগুলি লক্ষাধিক দর্শকের কাছে পৌঁছেছে। তিনি সামাজিক মাধ্যমেও সক্রিয়।
৫/৭ তিনি ২০১৬ সালে ‘শ্রী হিত রাধা কেলি কুঞ্জ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। এই সংগঠন বৃন্দাবনে তীর্থযাত্রীদের জন্য আবাসন, খাদ্য, চিকিৎসা ইত্যাদি সেবা প্রদান করে।
৬/৭ কেন গুরুজী এখন শিরোনামে
কারণ, টেস্ট ক্রিকেটে থেকে অবসর ঘোষণার পর বিরাট কোহলি তাঁর দর্শন করতে যান। অনুষ্কাকে সঙ্গে নিয়ে। তাঁর দেখা পাওয়া মাত্রই সাষ্টাঙ্গে প্রণাম করেন দুজনেই। তাঁদের আশীর্বাদ করেন গুরুজী। তিনি বলেন, জীবনে যখন প্রতিকূলতা আসবে, সংসারে মন ততটা দিতে ইচ্ছে করবে না, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে ভোগ বিলাসের জীবন থেকে ভক্তি ত্যাগের জীবনে নিতে চাইছেন। এরপরে তিনি দুজনকে আশীর্বাদ করেন।
৭/৭ গুরুজীর দর্শনপ্রার্থীক তালিকায় আর যে সেলিব্রিটিরা আছেন
তাঁর দর্শনপ্রার্থীর তালিকায় রয়েছে আশুতোষ রানা, রবি কিশন, হেমা মালিনী, মিকা সিং, রেসলার খলি প্রমুখ।