আমুদরিয়া নিউজ : দক্ষিণের সুপার স্টার থালাপতি বিজয়ের পুদুচেরির সভাস্থল থেকে আটক করা হয়েছে এক বন্দুকধারীকে। মঙ্গলবার দুপুরে তাঁকে সভায় প্রবেশের সময় পুলিশ ধরেছে। জানা গিয়েছে, তিনি বিজয়ের দল টিভিকে-এর একজন নেতার দেহরক্ষী। কিন্তু, সভায় তো বন্দুক নিয়ে ঢোকার কথা নয়। তাই তাঁকে ধরা হয়েছে। এর আগে তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের দলের মিছিলে পদপিষ্ট হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়। তাই এবার সভাস্থলে ব্যাপক কড়াকড়ি।