আমুদরিয়া নিউজ: আগামী বছরের আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হওয়ার কথা। তার আগে আইপিএল নিলামের সম্ভাব্য দিন জানা গেল। সম্ভবত এ বছরের ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে নিলাম হবে। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০টি দলকে জানাতে হবে, তারা কোন ক্রিকেটারদের রেখে দিচ্ছে। কটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, এবারের নিলাম ভারতেই হতে পারে। উল্লেখ্য, গত দু’বছরের নিলাম হয়েছিল যথাক্রমে দুবাই এবং সৌদি আরবে। এই বারের নিলামে কিন্তু বেশ কয়েকজন বড় ক্রিকেটার, বিরাট দামে বিক্রি হওয়া তারকাদের দলবদলের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় আইপিএলের তৃতীয় সবথেকে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার যেমন রয়েছেন, তেমনই স্যাম কারান, সঞ্জু স্যামসনরাও রয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরাজন এবং ওয়ানিন্দু হাসরাঙ্গাকেও তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ছেড়ে দিতে পারে।