আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চাইলে কীভাবে কি করণীয় তা নিযে বিশদে খোঁজখবর নিচ্ছে সে দেশের অন্তর্বর্তী সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক আমেরিকা সফরে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মহম্মদ ইউনুস আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে কথাবার্তার সময় বিষয়টি নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। সেখানে তারা এ বিষয়ে কথা বলেন। গত জুলাই থেকে অগস্টের মধ্যে বাংলাদেশে আন্দোলনে কয়েকশো জন নিহত হন। আহত হন ২০ হাজারের বেশি মানুষ। হেগের আন্তর্জাতিক আদালতে এ ধরনের অপরাধের বিচারের জন্য পদ্ধতি মেনে আবেদন করতে হয়। তা নিয়েই বিশদে আলোচনা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে।