আমুদরিয়া নিউজ : ৭৬তম সংবিধান দিবস পালিত হচ্ছে আজ। সেই উপলক্ষে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখেছেন। তাতে প্রধানমন্ত্রী লিখেছেন, নাগরিকদের কর্তব্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি লিখেছেন, সংবিধানের শক্তিই ভারতের অগ্রগতির অন্যতম প্রেরণা। সে জন্য প্রত্যেক নাগরিকের কাজ এমন হওয়া উচিত, যা সংবিধানকে আরও সুসংহত করে। জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যায়। তিনি এটাও লিখেছেন, বিকশিত ভারত ২০৪৭’ গড়তে হলে দেশের নাগরিকদের নিজেদের দায়িত্ব পালনে অটল থাকতে হবে। এমনকী, ভোটদান থেকে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ, সব ক্ষেত্রেই দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
চিঠিতে তিনি নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন—২০১৪ সালে সংসদের সিঁড়িতে প্রণাম করা থেকে ২০১৯ সালে সংবিধান মাথায় তোলার কথা মনে করিয়ে তিনি লিখেছেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। তিনি লিখেছেন, সংবিধানের শক্তিই একজন আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানকে দেশের সরকার প্রধান হওয়ার সুযোগ দেয়। ড. রাজেন্দ্র প্রসাদ, ড. বি.আর. আম্বেদকরসহ সংবিধান রচনায় যুক্ত নারীদের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে।
প্রধানমন্ত্রী চিঠিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে লিখেছেন, এ বছর বল্লভভাই পটেল ও বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী এবং বন্দেমাতরম-এর ১৫০ বছরষ সেই সঙ্গে গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহিদ দিবস। এ সবই ভারতবাসীকে তাঁদের কর্তব্যপালনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় বলে প্রধানমন্ত্রী লিখেছেন। তিনি চিঠিতে যে বার্তা দিয়েছেন, তাঁর মূল সুর হল, এখনকার নাগরিকদের দায়িত্ববোধই আগামী দিনের ভারতের পথ নির্ধারণ করবে।
সংবিধান দিবসে দেশবাসীকে চিঠিতে কি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Leave a Comment