আমুদরিয়া নিউজ: ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ় শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ় দলে বিরাট ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন ক্যারিবিয়ান দলের জোরে বোলার শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শামার জোসেফের পরিবর্তে ভারত সফরে যাবে অলরাউন্ডার জোহান লেইন। জোসেফের চোট লেগেছে। ওর পক্ষে টেস্ট সিরিজ় খেলা সম্ভব হবে না।’’ লাল বলের ক্রিকেটে বেশ ভাল ফর্মে ছিলেন জোসেফ। এ বছর তিনটি টেস্ট খেলে ২২টি উইকেট পেয়েছেন তিনি।