আমুদরিয়া নিউজ: জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী শনিবার ১৬ আগস্ট ছুটি ঘোষণা করল রাজ্য। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছে রাজ্য সরকারের অর্থদপ্তর। জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্মাষ্টমীর দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা ছুটি থাকবে। শুক্রবার, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ছুটি থাকছেই। ফলে পরপর তিনদিন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকছে।
