আমুদরিয়া নিউজ: বিয়ে পিছিয়ে দিলেন ক্রিকেটার রিঙ্কু সিং। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে চলতি বছরের নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রিঙ্কুর। কিন্তু তা পিছিয়ে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কেন পিছিয়ে গেল এই বিয়ে? জানা গিয়েছে, রিঙ্কু নিজেই এই বিয়ে পিছিয়ে দিয়েছেন। নভেম্বরে ভারতের খেলা রয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে যাবেন রিঙ্কু। সেই কারণেই নভেম্বরে বিয়ে করবেন না তিনি। গত ৮ জুন বাগদান হয়েছিল রিঙ্কু-প্রিয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অখিলেশ যাদব, জয়া বচ্চন, ভুবনেশ্বর কুমারের মতো ব্যক্তিত্বরা। সেখানেই জানা গিয়েছিল যে, ১৮ নভেম্বর বিয়ে সারবেন রিঙ্কু-প্রিয়া। কিন্তু এবার প্রকাশ্যে এল বিয়ে পিছিয়ে যাওয়ার এই খবর। রিঙ্কু দেশের হয়ে ৩৩টি টি২০ এবং দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি।