আমুদরিয়া নিউজ: বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ভারত করে ১৬৮ রান। জবাবে ব্যাট করে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১২৭ রানে। তবে ম্যাচ জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। ভারত কেন এত পরীক্ষানিরীক্ষা করছে, কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না? এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। যদিও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, যে পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে সেগুলো চলবেই। ম্যাচের পর সূর্যকুমার বলেছেন, ‘প্রতিযোগিতায় আমরা প্রথমে ব্যাট করার সুযোগ বেশি পাইনি। তাই বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। সুপার ফোরে আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ। আমরা কতটা কী করতে পারছি, সেটা বুঝে নেওয়ার দরকার ছিল।’ পরের ম্যাচেও ব্যাটিং অর্ডারে রদবদল চলবে বলেই জানিয়েছেন সূর্য।