আমুদরিয়া নিউজ: অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে আগামী ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফলপ্রকাশের জন্য তৈরিই ছিল বোর্ড। কিন্তু মাঝে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি সংক্রান্ত মামলা বিচারাধীন হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যায়। পরে সুপ্রিম কোর্টের বিচারে জটিলতা কেটে যাওয়ায় আগামী ৭ অগস্ট ফলপ্রকাশ হতে চলেছে। ওইদিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে পড়ুয়ারা দেখতে পাবেন নিজেদের ফল। চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল।
