আমুদরিয়া নিউজ: বুধবার চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। গত ৩ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।
এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে বুধবার দুপুর ২টো থেকে। wbchse.wb.gov.in এবং wbreults.nic.in সাইটে ফল দেখতে পারেন। রেজাল্টও ডাউনলোড করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। এদিকে ফলপ্রকাশের আগেই স্ক্রুটিনি ও রিভিউয়ের দিন ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য ৮ই মে রাত ১২ টা থেকে ১১ মে রাত ১১:৫৯ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পুরো বিষয়টি হবে অনলাইনের মাধ্যমে। তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা লাগবে। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা করে লাগবে। রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে।