আমুদরিয়া নিউজ: আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল। শুক্রবার একথা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল দুপুর ১টা থেকে অনলাইনে দেখা যাবে। ফলাফলের পাশাপাশি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শতাংশে প্রকাশ করে প্রথম ১০ জনের নামও জানানো হবে। তবে তা মেধাতালিকা নয়। তা চতুর্থ সেমেস্টার বা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের পরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংসদ।