আমুদরিয়া নিউজ: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের বেতন, আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে। পেনশন দেওয়া হবে ১ অক্টোবর। লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলার মতো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পগুলির প্রাপকেরাও ১ অক্টোবর অনুদানের টাকা পাবেন বলে জানিয়েছে নবান্ন। প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন আগামী ২৬ সেপ্টেম্বরই। অবসরপ্রাপ্ত কর্মীরাও ওই দিন পেনশন পেয়ে যাবেন৷ এর ফলে এ রাজ্যের প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন৷
