আমুদরিয়া নিউজ: বছরের ৩৬৫ দিন রাজ্যের সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা সিনেমা চালাতেই হবে, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষদের উদ্দেশে কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিটি হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে প্রাইম টাইম অর্থাৎ দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত একটি করে বাংলা সিনেমার শো রাখতেই হবে। স্ক্রিনের সংখ্যা বেশি হলে বাড়বে শো সংখ্যাও। নবান্ন স্পষ্ট জানিয়েছে, জারি হওয়ার মুহূর্ত থেকেই এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং যত দিন না নতুন কোনও নির্দেশিকা জারি হচ্ছে, তত দিন এটাই কার্যকর থাকবে।
