আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করে দ্রুত শুনানির দাবি জানান। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ২০২৪ সালে কলকাতা হাই কোর্ট ২০১০ সাল থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে রায় দেয়। রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে বলা হয়। সেই মোতাবেক কাজ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি,এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা হয়। এরপরই আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
