আমুদরিয়া নিউজ: প্রায় চার বছরের অপেক্ষার পর অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে একশো দিনের প্রকল্প। সেই সঙ্গে সব বকেয়া টাকাও কেন্দ্রকে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এরমধ্যেই এই মামলাতেই আরও একবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আরও বেশ কিছু অভিযোগ নিয়ে ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাগুলি দ্রুত শুনানির আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। পাশাপাশি রাজ্য সরকার দাবি করেছে, শীর্ষ আদালতের রায়ের পর কেন্দ্রকে অবিলম্বে অর্থ পাঠাতে হবে। আগামী ৭ নভেম্বর মামলার শুনানি।