আমুদরিয়া নিউজ: বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। আক্রমের বিরুদ্ধে লাহোরের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন মহম্মদ ফিয়াজ় নামে এক ব্যক্তি। আক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ফিয়াজ়ের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন প্রাক্তন অলরাউন্ডার। তাঁর আরও অভিযোগ, ‘বাজি’ নামে একটা বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত আক্রম। ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। অভিযোগ নিয়ে আক্রমের পক্ষ থেকে কিছু জানা যায়নি। একই অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হয়েছেন পাক ইউটিউবার সাদ উর রহমান।
