আমুদরিয়া নিউজ : মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নাচ করছিলেন। আচমকা বিদ্যা পড়ে গেলেন স্টেপ মিস করে। তাঁরা তাঁদের নতুন গান, ভুল ভুলাইয়া ৩ এর পারফর্ম করছিলেন। শুক্রবার রাতের ঘটনা। বিদ্যা পড়লেও মাধুরী থামেননি। ফের বিদ্যা উঠে নাচ শুরু করেন। এর পরে একটি মুহূর্তে মাধুরী গিয়ে বিদ্যার কাঁধে হাত রাখেন।
