আমুদরিয়া নিউজ: নোবেল শান্তি পুরস্কার ২০২৫ পেয়েছেন ভেনেজ়ুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার জয়ের পরেই তিনি সেই সম্মান উৎসর্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সমাজ মাধ্যমে তিনি লেখেন, “এই পুরস্কার আমি উৎসর্গ করছি ভেনেজুয়েলার জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে— আমাদের লড়াইয়ে তাঁর দৃঢ় ও নির্ণায়ক সমর্থনের জন্য।” তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘এই সম্মান ভেনেজুয়েলার মানুষের লড়াইয়ের স্বীকৃতি। আমরা জয়ের একেবারে কাছে দাঁড়িয়ে আছি। আর এই লড়াইয়ে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ল্যাটিন আমেরিকার সব মানুষ, অন্যান্য সব গণতান্ত্রিক দেশ আমাদের এই স্বাধীনতা এবং গণতন্ত্রের লড়াইয়ের অংশ।”
