আমুদরিয়া নিউজ : এমনিতেই শাক-সবজির দাম অগস্ট মাস থেকে চড়া{ পুজোর মুখে টানা বৃষ্টির জেরে তা যেন লাফিয়ে বাড়ছে। আলু, পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। কোথাও ৩০ – ৪০ টাকা কেজি আলু মিললে, কোথাও তা ৫০-৬০ টাকা দর হাঁকা হচ্ছে। পেঁয়াজ ৮০ টাকা চাওয়া হচ্ছে। শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি।
শাকের আঁটি কমপক্ষে ২০ টাকা, কোনও শাক তো ৩০ টাকা আঁটি চাওয়া হচ্ছে। শিলিগুড়ির বাজারে শাক-সবজির দাম নিয়ে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের। অবশ্য গোটা দেশেই শাক-সবজির দাম উদ্বেগজনক গত অগস্ট থেকেই। কারণ, অগস্ট মাসে সবজির মুদ্রাস্ফীতির হার আগের মাসের ৬.৮৩ শতাংশের তুলনায় বেড়ে হয়েছে ১০.৭১ শতাংশ। যার অর্থ সবজির দাম অনেকটাই বেড়েছে। ডালের দাম অস্বাভাবিক বেড়েছে।