আমুদরিয়া নিউজ: টি-টোয়েন্টিতে বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বরুণ চক্রবর্তী। বুধবার টি-২০ ক্রিকেটের ক্রমতালিকা পেশ করে আইসিসি। জ্যাকব ডাফিকে টপকে শীর্ষস্থান দখল করেছেন বরুণ। তাঁর রেটিং পয়েন্ট ৭৩৩। দ্বিতীয় স্থানে থাকা জ্যাকব ডাফির রেটিং পয়েন্ট ৭১৭। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অজি বোলার অ্যাডাম জাম্পা। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের আদিল রশিদ এবং নুয়ান থুশারা। অষ্টম স্থানে রবি বিষ্ণোই। আইসিসি টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের একনম্বরে অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। তিনে জস বাটলার। প্রথম দশে থাকা ভারতীয়দের মধ্যে চারে রয়েছেন তিলক বর্মা এবং সাতে সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে একনম্বর স্থান দখলে রেখেছেন হার্দিক পাণ্ডিয়া।