আমুদরিয়া নিউজ: পাকিস্তানি গুপ্তচর-যোগের অভিযোগে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেফতার তুফাইল নামে এক তরুণ। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা ওই যুবকের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে অভিযুক্ত পাকিস্তানি মোবাইল নম্বরে পাঠাতেন। এর মধ্যে রয়েছে, রাজঘাট, নমোঘাট, জ্ঞানবাপী, জামা মসজিদ, লালকেল্লা, নিজ়ামউদ্দিন আউলিয়া এবং বিভিন্ন রেল স্টেশন। উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা সূত্রে খবর, প্রায় ৬০০টি পাকিস্তানি নম্বর ব্যবহাকারীর সঙ্গে তুফাইলের যোগাযোগ ছিল। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তহরিক-ই-লাব্বাইকের নেতা মৌলানা শাহ রিজভির ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করারও অভিযোগ রয়েছে তুফেইলের বিরুদ্ধে। পুলিশি বিবৃতি অনুসারে, পাকিস্তানের ফৈসলাবাদের বাসিন্দা নাফিসা নামে এক মহিলার সঙ্গে সমাজমাধ্যমে আলাপ ছিল অভিযুক্তের। ওই মহিলার স্বামী পাকিস্তানি সেনায় কর্মরত। অভিযুক্তের মোবাইল এবং সিমকার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
